ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

সিল্কসিটি নিউজ ডেস্ক:
শুক্রবার (০৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায়, ব্রাসেলসে আয়োজিত এই বৈঠকে তারা ইইউর নতুন জিএসপি স্কিম, ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের অধীনে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ পরিবহন ইত্যাদি খাতে বিনিয়োগ এবং পারস্পারিক স্বার্থের অন্যান্য দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়সহ বাংলাদেশ ও ইইউ-এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ভালদিস ডোমব্রোভস্কিস ইউরোপিয়ান ট্রেড কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নাহিম রাজ্জাক ও বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।