ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের শম্পা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ১নং সংরক্ষিত নারী ওয়ার্ডে হেলিকপ্টার প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গের শম্পা খাতুন ওরফে পপি। দুই হাজার ১০১ ভোটে মহিলা সদস্য পদে বিজয়ী হন শম্পা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিয়া (সূর্যমুখী প্রতীক) পেয়েছেন ৫১৪ ভোট। শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহম্মেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজয়ের হাসি দিয়ে শম্পা বলেন, আমি এতদিন দেখেছি, জনপ্রতিনিধিরা মানুষকে কত হয়রানি করে। হতদরিদ্রদের ভাতা দেওয়ার জন্য অসহায় মানুষের কাছ থেকে টাকা নেয়। তাদের হাত থেকে মানুষকে রক্ষা করতে আমি ভোটযুদ্ধে অংশ নিয়েছিলাম। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

এর আগে তৃতীয় ধাপের নির্বাচনে জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রীলোচনপুর ইউনিয়নে তৃতীয় লিঙ্গের নারী চেয়ারম্যান পদে নির্বাচিত হন নজরুল ইসলাম ঋতু। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে গোটা দেশে সাড়া ফেলেন তিনি।

 

সূত্রঃ যুগান্তর