বুধবার , ২ ফেব্রুয়ারি ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউক্রেন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

Paris
ফেব্রুয়ারি ২, ২০২২ ৯:৫৪ পূর্বাহ্ণ

ইউক্রেন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংলাপ ও সহযোগিতার চেতনা বজায় রেখে এই সঙ্কট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

বিবৃতি আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, এই সংকটের সমাধান শান্তিপূর্ণ উপায়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব।

সম্প্রতি ইউক্রেন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। এরই মধ্যে ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে রুশ সেনা। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেনে হামলা হলে রাশিয়াকে দাঁতভাঙা জবাব দিতে মার্কিন সেনারা প্রস্তুত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে সোমবার বৈঠকে বসেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কিন্তু সেই বৈঠকে মোটেও ভালো অভিজ্ঞতা ছিল না। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বিবাদে জড়িয়ে পড়ে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়