ইউক্রেন নিয়ে মিত্র ও আমরা একমত: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ ঐকমত্য’ রয়েছে।

পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ কৌশলের লক্ষ্য নেওয়ার পরিস্থিতিতে জো বাইডেন সোমবার ইউরোপীয় মিত্রদের ভিডিও কল করেছেন।

ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে চরম উত্তেজনার মধ্যে বাইডেন গতকাল সোমবার ইউরোপীয় মিত্রদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেন।

এর আগে সোমবারই যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, যে কোনো সময় রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসতে পারে।

পশ্চিমা নেতারা ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের বিষয়ে কিভাবে সাড়া দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন।

মস্কো সীমান্তে সেনা ও অস্ত্র মোতায়েন করলেও ইউক্রেনে সামরিক অভিযানের পরিকল্পনা করার কথা অস্বীকার করে আসছে।

বাইডেন প্রশাসন তার ইউক্রেনের দূতাবাসকর্মীদের আত্মীয়দের রবিবার দেশটি ছেড়ে যেতে বলেছে। জরুরি নন, এমন কর্মীদেরও দেশ ছেড়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ