ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা জোরদার

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ছয় জন।

ইউক্রেন জানিয়েছে, রবিবার শুধু কিয়েভের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রাশিয়া অন্তত ১৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়াও বেশ কয়েকটি শহরে চলেছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রায় চার মাস কেটে গেলেও এখনও কিয়েভ-মস্কো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

ইউক্রেনের বিভিন্ন স্থাপনা জুড়ে রাশিয়া হামলা অব্যাহত রেখেছে। এরই মধ্যে মারিওপোলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহগর দখলে নিয়েছে রুশ সেনারা।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন