ইংল্যান্ডের বাংলাদেশ সফর ফারব্রেস আসছেন, এখনো দোটানায় মরগান

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইসিবি বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজসংকেত দেওয়ার আগেই ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস জানিয়েছিলেন, সফর বাতিল করার পক্ষে নন তিনি।

 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সবুজসংকেত দেওয়ার পর সেই ফারব্রেসই ইংল্যান্ডের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে সরাসরি ঘোষণা দিলেন, তিনি বাংলাদেশে আসছেন।

 

তবে সফরের ব্যাপারে এখনো দোটানায় ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান। তিনি নিজেই জানিয়েছেন সিদ্ধান্তহীনতার কথা।

 

ফারব্রেস নিজে ক্রিকেট দলের ওপর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শী। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসেই ছিলেন তিনি। তার বিশ্বাস, বাংলাদেশে ইংল্যান্ড দল নিরাপদেই থাকবে। ইসিবির নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসনের ওপর সবার পূর্ণ আস্থা রাখা উচিত বলে মনে করেন তিনি।

 

ইংল্যান্ডের সহকারী কোচ বলেছেন, ‘আমার সত্যিই কোনো সিদ্ধান্ত নেওয়ার ছিল না। গত সপ্তাহে লন্ডনে আমাদের মিটিংয়ে আমি ছিলাম, সবার কথা শুনেছি। সেখানে আমি এমন কিছু শুনিনি, যা বাংলাদেশে যাওয়ার ব্যাপারে আমাকে বিচলিত করতে পারে।’

 

রেগ ডিকাসনের ওপর পূর্ণ আস্থা আছে ফারব্রেসের, ‘রেগ ডিকাসনকে নিয়ে সন্দেহ থাকার কোনো কারণ নেই। লংহাম হোটেলে (মিটিংয়ে) রেগ যা কিছু বলেছেন তাতে মনে করি আমরা সবাই আত্মবিশ্বাসী। তিনি নেতৃস্থানীয় বিশেষজ্ঞ। যাওয়ার (বাংলাদেশে) ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই।’

 

সেপ্টেম্বরের শেষ দিকে দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তিনিও এরই মধ্যে বাংলাদেশে আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন। কিন্তু ওয়ানডে অধিনায়ক মরগান এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

 

পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজ শেষে দিন কয়েক ভেবেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মরগান, ‘আমি এখনো মনস্থির করিনি। আমার যতটা প্রয়োজন সময় নেব (সিদ্ধান্ত নেওয়ার জন্য)। এটি খুবই কঠিন একটি সিদ্ধান্ত। আশা করি, ইসিবি আমাদের অতিরিক্ত সময় দেবে, যা আমাদের সাহায্য করবে।’

 

এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেননি ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও। তবে রেগ ডিকাসনের ওপর তারও পূর্ণ আস্থা আছে, ‘আমি এখনো শতভাগ সিদ্ধান্ত নিতে পারিনি। তবে রেগ ডিকাসনের ওপর যথেষ্ট আস্থা আছে আমার। তার সঙ্গে অনেক সফরে গিয়েছি আমি। যখন ছোট ছিলাম তখন থেকেই তিনি আমাকে ভালোভাবে জানেন। তার ওপর আস্থা আছে আমার। আমি অনেক প্রশ্ন করছি, যা স্বাভাবিক। তবে আমি আত্মবিশ্বাসী, যে সিদ্ধান্তই নেব সেটি ইতিবাচক হবে।’

সূত্র: রাইজিংবিডি