ইংল্যান্ডের ওপর ক্ষুব্ধ রমিজ রাজা

নিরাপত্তা শঙ্কার কথা বলে পাকিস্তান সফরে গিয়েও গত শুক্রবার হঠাৎ করে সফর বাতিল করে দেশে ফেরে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

নিউজিল্যান্ডের পরই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও নিউজিল্যান্ডের মতো একই পথে হাটল।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সফরে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড। ইসিবির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

পিসিবি চেয়ারম্যান বলেন, ইংল্যান্ডের সিদ্ধান্ত নিয়ে হতাশ। তারা তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং যখন সবচেয়ে বেশি দরকার তখন ভাতৃত্ব রক্ষা করতে পারেনি। আমরা টিকে থাকব, ইন শা আল্লাহ।

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলকে বহনকারী হামলার পর থেকেই পাকিস্তানে পুরো দমে ক্রিকেট ফেরাতে চেষ্টা করে যাচ্ছে পিসিবি। সেই চেষ্টায় বড় ধাক্কা খেল পাকিস্তান।

পাকিস্তানের বিশ্বকাজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, এটা পাকিস্তান দলের জন্য জেগে ওঠার বার্তা। তাদের বিশ্বসেরা দল হয়ে ওঠতে হবে যেন কোনো রকম অযুহাত ছাড়াই সবাই লাইন ধরে আমাদের সঙ্গে খেলতে চায়।

 

সূত্রঃ যুগান্তর