সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
বাংলাদেশ সফরে ইংল্যান্ড আসবে কিনা সেটি জানা যাবে বৃহস্পতিবারই। এ প্রসঙ্গে আগামীকালই বিস্তারিত জানাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রতিনিধি দল। তবে সিদ্ধান্ত যাই থাকুক না কেনও ইংলিশ দলকে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাশরাফি আহ্বান জানিয়ে বলেছেন, ‘তোমরা আসো। এখানে ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করা লাগবে না। এখানে ক্রিকেট খেলা খুব নিরাপদ। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সঙ্গে আমাদের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হবে।’
এদিকে বাংলাদেশ সফরে আসার ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেটারদের বাধ্য করা হবে না বলে জানিয়েছেন সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। কেউ চাইলেই এ সিরিজের স্কোয়াড থেকে নিজেদের সরিয়ে নিতে পারবেন। বাংলাদেশ সফরে সেপ্টেম্বরেই আসার কথা ইংল্যান্ডের।
এর আগেও মরগান গুলশানের জঙ্গি হামলার পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। নিরাপত্তা প্রতিনিধিদের এই আলোচনায় থাকবেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রথম দিকে ওয়ানডে দলই আসবে। তারা ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন