বুধবার , ৩১ আগস্ট ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইংলিশদের ওয়ানডে চূড়ায় হেলস

Paris
আগস্ট ৩১, ২০১৬ ৭:৫৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ওয়ানডে ইনিংসের রেকর্ড গড়লেন অ্যালেক্স হেলস। ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংসের মালিক হতে হেলস ভেঙেছেন ২৩ বছরের বেশি সময় ধরে অক্ষুন্ন থাকা রবিন স্মিথের রেকর্ডটি।

 

১৯৯৩ সালের ২১ মে বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ ওভারের ম্যাচে তিন নম্বরে নেমে ১৬৩ বলে অপরাজিত ১৬৭ রান করেছিলেন স্মিথ। দলীয় ২৭৭ রান করে ইংলিশরা। পরে মার্ক ওয়াহর সেঞ্চুরি (১১৩) আর অ্যালান বোর্ডারের অপরাজিত ৮৬ রানের সুবাদে ম্যাচটি জিতেছিল অজিরা।

 

ঘরের মাঠ ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হেলস খেলেছেন ১৭১ রানের অসাধারণ ইনিংস। রেকর্ড বুকে ইংলিশদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলতে হেলস মোকাবেলা করেছেন ১২২টি বল। যেখানে তার বাউন্ডারি ছিল ২২টি আর ওভার বাউন্ডারি ছিল চারটি।

 

প্রথম অর্ধশতক করতে হেলস খেলেন ৫৫ বল। এরপরই ঝড় ওঠে তার ব্যাটে। অর্ধশতক থেকে সেঞ্চুরিতে যেতে বল লাগে মাত্র ২৮টি। চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি স্পর্শ করেন ৮৩ বলে। সেঞ্চুরি থেকে ১৫০ রানের কোটা পার হতে খেলেন মাত্র ২৭টি বল।

 

তার ২২টি বাউন্ডারিও ইংল্যান্ডের রেকর্ড। আগের রেকর্ড ছিল অ্যান্ড্রু স্ট্রাউসের, ১৯ বাউন্ডারি। এই ট্রেন্ট ব্রিজেই ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে ১৫২ রানের ইনিংসে ১৯ টি চার মেরেছিলেন স্ট্রাউস।

 

ওপেনার জেসন রয় ১৫ রানে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে হেলসের জুটি ২৪৮ রানের। মাত্র দুই রানের জন্য এই জুটিটি ইংলিশদের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপ গড়তে পারেনি। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ২৫০ রানের জুটি গড়েছিলেন অ্যান্ড্রু স্টাউস আর জোনাথন ট্রট।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - খেলা