আড়ানী-বাগাতিপাড়া রাস্তায় হাতি দিয়ে টাকা আদায়


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

আড়ানী-বাগাতিপাড়া রাস্তায় হাতি দিয়ে টাকা আদায় করেন মাহুত রুহুল আমিন। শুক্রবার (৩সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় এই রাস্তার ভাঙ্গা সাঁকো এলাকায় দাঁড়িয়ে টাকা আদায় করতে দেখা গেছে।

রাস্তায় বিভিন্ন যানবাহনের সামনে হাতিটিকে দাঁড় করাচ্ছেন। তারপর হাতি তার লম্বা শুঁড় এগিয়ে দিচ্ছে। যানবাহনে থাকা মানুষ নিরুপায় হয়ে হাতির শুঁড়ে গুঁজে দিচ্ছেন টাকা। তখন হাতিটি টাকা তুলে দিচ্ছে তার পিঠে থাকা মাহুত রুহুল আমিনের হাতে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে হাতি দিয়ে টাকা আদায় করা হয়।

আড়ানী-বাগাতিপাড়া রাস্তার ভ্যানচালক রেজাউল করিম বলেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে যানবাহনের সামনে দাঁড়িয়ে শুঁড় দিয়ে টাকা গ্রহণ করে হাতি। হাতিটি সুন্দরভাবে আমার ভ্যানের যাত্রীর দিকে তার শুঁড়টি এগিয়ে দিল। হাতির দক্ষতায় মুগ্ধ হয়ে যাত্রী একটি ১০ টাকা নোট তুলে দিলেন হাতির শুড়ের মধ্যে।

হাতির মাহুত রুহুল আমিন বলেন, করোনা কালিন সময়ে কথাও কোন মেলা হচ্ছে না। তাই কোন সার্কাসের আয়োজন করা যাচ্ছে না। কি করে চলবো? মানুষ খুশি হয়ে যা দেয়, তাই গ্রহণ করে হাতি।

স/আর