বুধবার , ৬ নভেম্বর ২০১৯ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আড়ানী পৌর বিএনপির আহবায়ক কমিটির ১৯ সদস্যের পদত্যাগ

Paris
নভেম্বর ৬, ২০১৯ ১১:০৪ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির আহবায়ক কমিটির ১৯ সদস্য পদত্যাগ করেছেন। গত সোমবার জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এর কাছে সেচ্ছায় তারা এ পদত্যাগ পত্র জমা দেন। পরে তিনি তা গ্রহণ করেন। জানা যায়, জেলা বিএনপির আহবায়ক কমিটি গত ১৭ অক্টোবর আড়ানী পৌর বিএনপির ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। এই কমিটি পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে পৌর কমিটি গঠন করার জন্য নির্দেশ দেন। ইতিমধ্যে আড়ানী পৌর আহবায়ক কমিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিটিও গঠন করেন।

কিন্তু আকর্ষিকভাবে সেচ্ছায় ৪ নভেম্বর পৌর কমিটির ৪৭ জন সদস্যের মধ্যে ১৯ জন্য সদস্য পদত্যাগ করেন। পদত্যাগের মধ্যে রয়েছেন, কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম, সদস্য তোজাম্মেল হক, মিলন প্রাং, আবদুর রাজ্জাক তুফান, আবদুল আওয়াল, জিয়াউল হক জিয়া, নওশাদ সরদার, আনোয়ার হোসেন আনার, নুর ইসলাম স্বপন, আলামিন, জনাব আলী, কল্লোল আলী, উৎসব আলী, জাহাঙ্গীর আলম, রুবেল আহম্মেদ, মুক্তার আলী, হায়দার আলী, মোমিন সরকার, রুহুল আমিন। এ বিষয়ে আড়ানী পৌর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সুজাদ আহম্মেদ তুফান বলেন, কি কারনে পদত্যাগ করেছেন এটা আমার জানা নেই। ইতিমধ্যেই পদত্যাগ করার আগে তাদের নিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। পদত্যাকারী সদস্য মিলন প্রাং বলেন, নিয়ম অনুযায়ী কমিটি গঠন না করায় পদত্যাগ করেছি। জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বলেন, আড়ানী পৌর কমিটির কিছু সদস্য পদত্যাগ পত্র জমা দিয়েছে। সেটা আমি গ্রহণ করেছি। তবে তারা রাগে ক্ষোভে এ কাজটি করেছে, সেটা ঠিক হয়ে যাবে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর