আড়ানী উচ্চ বিদ্যালয়ে ২৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী উচ্চ বিদ্যালয়ে ২৩ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভ করেছে। শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস বৃত্তির ফলাফলের বিষয়ে নিশ্চিত করেন।

জানা যায়, আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩৫ জন সফলতার সাথে উত্তীর্ণ হয়। বৃহস্পতিবার প্রকাশিত বৃত্তির ফলাফলে ১২ জন ট্যালেন্টপুলে ও ১১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপাপ্তরা হলো-শাসমুজ্জোহা, দ্বীপময়, তৌফিক ওমর, সুদীপ্ত দাস পার্থ, শুভ্রদেব, নাফিস সাদিক, শাহরিয়ার, সাহানুর, রিস্তা মুজুমদার, রাইসা রিতি, ইসরাত বাসসুম, সাজিদা আফরিন।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো- সৈয়দ মাশরাফি, অরুন হাসান, ইয়ামিন, খালিদ হাসান, জীবন কুমার, রেজওয়ান, নাজমুন নাহার, তাসনিম রব, রুবাইয়া খাতুন, শিলা খাতুন, সাদমান সাদিদ।

বৃত্তিপ্রাপাপ্ত শিক্ষার্থী সুদীপ্ত দাস পার্থ বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছা প্রকাশ করে। এছাড়া খালিদ হাসান প্রশাসনিক কর্মকর্তা কর্মকর্তা হওয়ার ইচ্ছা প্রকাশ করে।

আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস বলেন, এই বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল। ইতোমধ্যে শিক্ষার্থীদের ক্লাসমুখী করাতে পেরেছি। ফলে এই প্রতিষ্ঠানের ফলাফল আগের চেয়ে ভাল হচ্ছে।

স/বি