সিল্কসিটিনিউজ ডেস্ক:
আশুলিয়ায় কাকলী নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যায় আশুলিয়া থানা পুলিশ।
হাসপাতালে কাকলীর মরদেহ রেখে আসেন তার মা-বাবা। তবে তারা কেন পুলিশে খবর না দিয়ে মরদেহ হাসপাতালে রেখে এসেছেন সে বিষয়ে অন্ধকারে পুলিশ।
জানা যায়, কাকলী মা-বাবার সঙ্গে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার জাহাঙ্গীরের ভাড়া বাসায় থাকতো। তার বাবার নাম আব্দুস সালাম। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্জালাল জানান, হাসপাতালের লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তার কারণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষ হলেই মৃত্যুর কারণ জানা যাবে।
সূত্র: বাংলা নিউজ