আল্লামা আহমদ শফীর মাগফেরাত কামনায় সারা দেশে দোয়ার আহ্বান

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর মাগফেরাত কামনায় সারা দেশে কয়েক লাখ খতম সম্পন্ন করেছেন তার ভক্ত-অনুসারীরা। এর মধ্যে ছিল কুরআনুল কারীম, সহিহ বুখারি, খতমে ইউনুস, দরুদ শরিফ ও সুরা ইয়াসিন খতম।

আল্লামা শফীর প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সংগঠন ‘আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ’র ব্যবস্থাপনায় এসব খতমের আয়োজন করা হয়।

দেশ ও দেশের বাইরে অবস্থান করা আল্লামা আহমদ শফীর খলিফা, শাগরেদ, আত্মীয়স্বজন ও প্রিয়জনরা এসব খতম করেছেন বলে জানিয়েছেন ‘আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ’র আমির মাওলানা আনাস মাদানী।

মাওলানা আনাস মাদানী জানান, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর রুহের মাগফেরাত কামনায় তার খলিফা, শাগরেদ, আত্মীয়স্বজন ও প্রিয়জনরা সাড়ে তিন হাজার কুরআন খতম, বিশটি বোখারী খতম, চার হাজার খতমে ইউনুস, দুই লাখ বিশ হাজার দরুদ শরিফ খতম ও পাঁচশ’ সুরা ইয়াসিন খতম সম্পন্ন করেছেন।

এ উপলক্ষ্যে শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সব মসজিদে দোয়া করার আবেদন জানিয়েছেন আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী।

তিনি বলেন, গত বছর ঠিক এ মাসেই (১৮ সেপ্টেম্বর) আমরা শাইখুল ইসলামকে হারিয়ে ছিলাম। আমি দেশের ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ করব তারা যেন মসজিদে আজ জুমার নামাজ শেষে আল্লামা শফীর মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন।

গত বছর ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন আল্লামা শাহ আহমদ শফী।

 

 

সূত্রঃ যুগান্তর