আলসেমি করে বিরল রান আউটের শিকার আন্দ্রে রাসেল

ক্রিকেটবিশ্বে টি-টোয়েন্টির অন্যতম বড় বিজ্ঞাপনের নাম আন্দ্রে রাসেল। মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে তিনি বিপিএল মাতাতে এসেছেন। আজ শুক্রবার বিপিএলের উদ্বোধনী দিনেই তাদের ম্যাচ খুলনার বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচটিতে তিনি মাঠে নেমে একটা ছক্কাও মেরেছিলেন।

কিন্তু দ্রুতই আউট হয়ে যান হাস্যকর ভাবে। ২০ ওভারে তাঁর দলের সংগ্রহ ৬ উইকেটে ১৮৩ রান।

ঢাকার ইনিংসের সেটি ১৫তম ওভারের ঘটনা। বল করছিলেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা। শেষ বলটি শর্টে ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড় দেন রাসেল। অপর প্রান্ত থেকে অধিনায়ক মাহমুদউল্লাহও সাড়া দেন। এদিকে বলটি ধরে স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে সরাসরি থ্রো করেন তানজিদ হাসান। কিন্তু ততক্ষণে ক্রিজে পৌঁছে গেছেন মাহমুদউল্লাহ। ঠিক তখনই ঘটে অদ্ভুত ঘটনা।

তানজিদের থ্রো স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে সরাসরি এসে লাগে নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পে! কিন্তু এর আগেই নিশ্চিত রান হচ্ছে ভেবে বলের দিকে না তাকিয়ে রাসেল দৌড়ের বদলে হাঁটা শুরু করে দিয়েছেন! বল যখন নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে দেয়, তাঁর বোকার মতো তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না! ৩ বলে ৭ রান করে ফেরেন এই ক্যারিবীয় তারকা।

 

সূত্রঃ কালের কণ্ঠ