আর্জেন্টিনার পর রাবিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

‘মিশন হেক্সা’। শব্দ দুটির সাথে পরিচিত নন বা কখনো শোনেন নি এমন লোকের দেখা মেলা ভার। আর তা যদি হয়ে বিশ্বকাপের সময় তাহলে তো কথাই নেই। পাড়া, মহল্লায় কিংবা রাস্তার মোড়ে বা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় যেখানেই ব্রাজিলের সমর্থকদের আড্ডা সেখানেই কান পাতলে শোনা যায় ‘মিশন হেক্সা’। যদিও শেষ বারের মত ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হবার স্বাদ গ্রহণ করেছিল দুই দশক আগে। এর পর থেকে সর্মথকেরা আশায় বুক বাঁধলেও প্রতিবার নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে। তবে এবার তারা আশাবাদী হেক্সা জয়ের মিশনে। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিলের সমর্থকেরাও ‘মিশন হেক্সা’ জয়ে দলকে শুভকামনা জানিয়ে আনন্দ মিছিল করেছে।

সোমবার (২১ অক্টোবর) ক্যাম্পাসে আনন্দ মিছিলের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের ব্রাজিলের সমর্থক গোষ্ঠী। দুপুর সাড়ে বারো টা থেকেই ব্রাজিলের সমর্থকরা দলে দলে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে। দুপুর ১টায় এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। যা টুকিটাকি চত্বর থেকে শুরু করে প্যারিস রোড ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি মেহেদী হাসান মিশু বলেন, ব্রাজিল সব সময় চ্যাম্পিয়ন টিম। যখন থেকে বিশ্বকাপ শুরু হয়েছে তখন থেকে ব্রাজিল বিশ্বকাপের মঞ্চে খেলছে। আমরা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। যার মাধ্যমে আমাদের হেক্সা মিশন সম্পুর্ণ হবে।

আনন্দ মিছিলে অংশ নেয়া রাবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, আন্দনিক ফুটবলের যদি কোন দল থাকে তার নাম ব্রাজিল। মিশন হেক্সা জয়ের উদ্দেশ্যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমর্থকের এক হয়েছি। উদ্দেশ্য একটাই তা হচ্ছে ষষ্ঠ বিশ্বকাপ জয়।

জি/আর