আরো রাফাল আনছে ভারত,পাঁচটি রাখা হবে পশ্চিমবঙ্গে

আবারো পাঁচটি রাফাল বিমান পাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। অক্টোবরেই ফ্রান্স থেকে ভারতে আসার কথা রয়েছে রাফাল পাঁচটির। আপাতত পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা রাখা হবে রাফালগুলো। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়লে সুযোগ বুঝে পাঠানো হবে লাদাখে। এর আগে চলতি মাসের ১০ তারিখ বিমান বাহিনীতে অন্তভুক্ত করা হয়েছে পাঁচটি রাফাল।

৪.৫ ফোর্থ জেনারেশনের ফাইটার জেট রাফাল ব্যবহৃত হয়েছে ইরাক,আফগানিস্তান,মালি ও লিবিয়ার মত দেশে। ভারত যে রাফাল পেয়েছে সেগুলো আরবি ০০১-০০৫ সিরিজের।

আম্বালায় রাফালের জন্য বহু পুরনো ১৭ গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনকে চালু করা হয়েছে। গোল্ডেন অ্যারেজ গঠন করা হয়েছিল ১৯৫১ সালে। কিন্তু ২০১৬ সালে মিগ বিমানের সার্ভিস পিরিয়ড শেষ হওয়ার পরেই গোল্ডেন অ্যারেজ স্কোয়াড্রন অফ করা হয়েছিল।  রাফালের জন্য সেটি আবার গঠন করা হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ