আরসিআরইউ’র বর্ষপূর্তি ও প্রকাশনার মোড়ক উন্মোচন


নিজস্ব প্রতিবেদক: আট বছর পেরিয়ে নয় বছর পাড়ি দিতে চলেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। এ উপলক্ষে সংগঠনটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বিশেষ প্রকাশনা ‘অষ্টক’ এর মোড়ক উন্মোচন ও কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে কলেজের রজনীকান্ত সেন মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

আরসিআরইউ’র বিদায়ী সভাপতি বাবর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল প্রমূখ।

এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, এনটিভির ব্যুরো প্রধান শ. ম. সাজু, ডেইলি স্টারের ব্যুরো প্রধান আনোয়ার আলী হিমু, আরসিআরইউ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু খালিদ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে বেলা ১১টায় আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আরসিআরইউ’র পৃষ্ঠপোষক ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর। পরে বিশেষ প্রকাশনা ‘অষ্টক’ এর মোড়ক উন্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের শিক্ষক উপদেষ্টা ড. সৈয়দ আলী আহসান, আজমত আলী, মোস্তাফিজুর রহমান, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মামুন-অর-রশিদ, কালের কণ্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, রাজশাহী ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, আরসিআরইউ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফেরদৌস সিদ্দিকী, সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহ, সাবেক প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক রাকিবুল হাসান রাজিব ও ফারিহা রহমান আন্নি।

সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটির সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন কলেজ অধ্যক্ষ। পরে নয়া কমিটির সভাপতি এম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ এর হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি-সম্পাদক। মধ্যাহ্নভোজের পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।