মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আরব-আমিরাতকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

Paris
অক্টোবর ২৯, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চার ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। আগে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৬৩ রানেই অল আউট হয় সফরকারীরা। জবাবে খেলতে নেমে ৩৪.১ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে আমিরাত। ১৫ রানের মধ্যেই তিন উইকেট হারায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রায়ান খান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে কিরণ রায় ও মাদাভ মনোজের ব্যাট থেকে। ৩২ রান খরচায় ৪ উইকেট নেন রাজিন, রাফি পান ৩ উইকেট। ১টি করে উইকেট নেন ফাহাদ ও রাতুল।
জবাবে দলীয় ২২ রানে আবরারকে (২) হারায় বাংলাদেশ। এরপর বড় জুটি গড়েন রিফাত বেগ ও তামিম। দলীয় ১৩৮ রানে সাজঘরে ফেরেন রিফাত। ৭৯ বলে ৭১ রান করেন তিনি। বাকিটা পথ কালাম সিদ্দিকিকে নিয়ে পার করেন তামিম। ৬ রানে অপরাজিত কালাম ও ৭১ রানে অপরাজিত থাকেন তামিম। বল হাতে ৪ উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরষ্কার পান রাজিন।

উল্লেখ্য, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের চার ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজশাহীতে। তবে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাবার পর দ্বিতীয় ম্যাচটি সরিয়ে আনা হয় ঢাকায়। বুধবার (৩০ অক্টোবর) সিরিজের তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা