‘আমি মরে গেলে তোরা এগুলো দেখিস’

নাটোরের বড়াইগ্রামে জেনি বেবী কস্তা (৪০) নামে একজন খ্রীস্টান নারী ফেসবুকে মৃত্যুর স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ির শয়ন কক্ষে দরজা ভেঙ্গে পুলিশ ওই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। জেনি বেবী ওই গ্রামে মৃত আব্রাহাম কস্তার মেয়ে।

মেয়েটির নিকট আত্মীয়রা জানান, গত ১৬ বছর আগে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেলে জেনি বেবী কস্তা আর বিয়ে করেনি। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকরি করতেন। করোনা পরিস্থিতির কারণে গত তিন মাস যাবৎ তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে ফিরে তিনি হতাশায় ভুগছিলো এবং ফেসবুকে আত্মহত্যা করবে এমন ইঙ্গিত দিয়ে নানাবিধ পোস্ট দিয়ে আসছিলেন। সর্বশেষ শুক্রবার রাতে ফেসবুকে ২৬ টি নিজের ছবি পোস্ট দিয়ে স্ট্যাটাস দেয় ‘আমি মরে গেলে তোরা এগুলো দেখিস’।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, ওড়না দিয়ে ঘরের ডাবের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন