‘আমি একজন প্রতিবন্ধী ছাত্র একটু সাহায্য করুন দয়া করে’

নিজস্ব প্রতিবেদক:

আমার নাম মোঃ জাহিদ হাসান (মান্না)। আমার পিতার নাম মোঃ জাক্কার আলী। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি এখন ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র। এইবার এইচএসসি পরীক্ষার্থী। আমার বাবা একজন রাইস মিল চালক। আমার বাবার সামান্য আয়‌ দিয়ে আমাদের সংসার চলে।

 

আমাদের পরিবারের সদস্য চারজন । আমি, বাবা, মা ও বোন। আমি পড়ালেখা করি চৌডালা জোহর আহমেদ মিঞা কলেজে। আমি একজন শারীরিক প্রতিবন্ধী।

 

এই করোনাভাইরাসের জন্য অনেক সাহায্য সহযোগিতা করছেন। কিন্তু আমরা সেসব থেকেও বঞ্চিত হচ্ছি। আপনারা যদি একটু খোঁজ নেন, তাহলে সবটা জানতে পারবেন। আমরা কত কষ্টে দিনাতিপাত করছি। কাজেই আমাদের একটু সাহায্য করেন দয়া করে। আমাদের সংসারটাকে একটু বাঁচান। সিল্কসিটিনিউজের ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে এভাবেই ত্রাণের জন্য আকুতি জানান শারীরিক প্রতিবন্ধি শিক্ষার্থী জাহিদ হাসান।

তার সেই আকুতিটি তুলে ধরা হলো সমাজের মানবদরদি মানুষদের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্য। প্রিয় পাঠক আপনাদের সামান্য সহায়তার বাড়ানো হাতটিই হয়তো জাহিদের আকুতি ঘুচিয়ে দিয়ে তার তার পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবন-যাপনের সুযোগক করে দিবে।

জাহিদের ঠিকানা:  উপজেলা-গোমস্তাপুর, গ্রাম-চৌডালা কলেজ পাড়া। কলেজের সামনেই বাড়ি। তার ফোন নম্বর ০১৭২৪৯৫৬২৪৫।

স/আর