‘আমি ইউনিভার্স বস, কখনই নার্ভাস হই না’

একেই যেন বলে ‘এলেন, দেখলেন, জয় করলেন’। হাসপাতাল থেকে মাঠে ফিরেই দলকে জিতিয়ে দিলেন ‘দ্য ইউনিভার্স বস’ ক্রিস গেইল। টানা ৫ টি ম্যাচে হারের মুখ দেখার পরে অবশেষে ভাগ্য ফিরেছে কিংস ইলেভেন পাঞ্জাবের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তারা হারিয়ে মূল্যবান ২টি পয়েন্ট পকেটস্থ করেছে। কোহলির দলের বিপক্ষে তারা প্রথম ম্যাচেও জয় পেয়েছিল। তারপর থেকে শুধু পরাজয় আর পরাজয় দেখে যাচ্ছিল দলটি।

গতকাল বৃহস্পতিবার যে উইকেটে ব্যাঙ্গালোর এর দেওয়া ১৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতেছে লোকেশ রাহুলরা, সেই উইকেট কিন্তু মোটেও ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। এই ম্যাচেই পাঞ্জাবের হয়ে আইপিএলের এই মৌসুমে প্রথমবার ব্যাট হাতে নামেন ক্রিস গেইল। আর নেমেই ৪৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে তিনি বুঝিয়ে দেন, কিছুদিন আগে হওয়া ফুড পয়জনিং ‘ইউনিভার্স বস’কে কাবু করতে পারেনি। হাফসেঞ্চুরির পর তাকে নিজের ব্যাটে লেখা ‘বস’ শব্দটি দেখিয়ে কিছু বলতেও দেখা যায়।

ম্যাচ শেষে গেইল বলেন, ‘উইকেটটা খুব স্টিকি ছিল। বল পড়ে ধীরে ব্যাটে আসছিল। শট খেলা একেবারেই সহজ ছিল না।দল আমাকে ৩ নম্বরে ব্যাট করতে বলে যেটা কোনও ইস্যুই ছিল না। কারণ ব্যাট হাতে ওপেনাররা ভালো খেলছিল । তাই সেই জুটিকে বিব্রত করার কোন মানে হয়না। আমাকে একটা কাজ দেয়া হয়েছিল আমি সেটা করতে পেরে খুশি। ব্যাটের স্টিকারের দিকে আঙুল আমি বলতে চেয়েছিলাম, আমার নামের প্রতি সম্মান দেখানো উচিত।’

এতদিন পর ক্রিকেট মাঠে ফিরে কি নার্ভাস বোধ করছিলেন গেইল? জবাবে ট্রেডমার্ক স্টাইলে গেইল বলেন, ‘আমি ইউনিভার্স বস, কখনই নার্ভাস হই না।’

 

সূত্রঃ কালের কণ্ঠ