সিল্কসিটিনিউজ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আমি কোনো প্রার্থী নই। দয়া করে কেউ এ ধরনের সংবাদ প্রচার করে আমাকে বিব্রত করবেন না।’
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মধ্যমণি। তিনি যা বলবেন, তা-ই হবে। কিছু দিন যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছি – এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। কিন্তু এসব সংবাদের কোনো ভিত্তি নেই। আমি সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছি না।’
সূত্র: রাইজিংবিডি