আমিরাতে প্রাইভেট সেক্টরে নারী-পুরুষের সমান বেতন

লিঙ্গসমতা ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে নারী ও পুরুষের সমান বেতন দেওয়ার নির্দেশ জারি করেছে সরকার।

২৫ সেপ্টেম্বর থেকে আমিরাতের প্রাইভেট সেক্টরে একই পদমর্যাদায় কর্মরত পুরুষ ও নারীরা একই বেতন পাবেন বলে ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান।

এ সিদ্ধান্তের ফলে লিঙ্গ সমতা​ ফিরিয়ে আনার ব্যাপারে দেশটি আরও একধাপ এগিয়ে গেল। এর আগে দেশের প্রাইভেট সেক্টরে নবজাতকের পরিচর্যার জন্য পুরুষদের পাঁচ দিনের পিতৃত্বকালীন ছুটির বিধান রেখে আরেকটি আদেশ জারি করা হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাতে পাবলিক সেক্টরে পুরুষের পাশাপাশি সুনামের সাথে নারীরাও দীর্ঘদিন ধরে কাজ করছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ