আমার মতো সমালোচনা আর কেউ শোনেনি : তামিম

মাশরাফি বিন মুর্তজার থেকে নেতৃত্বভার গ্রহণের পর নিজেকে এখনও প্রমাণ করতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অবশ্য করোনাভাইরাসেই নষ্ট হয়েছে প্রায় এক বছর। তামিম খুব একটা সুযোগ না পেলেও তাকে নিয়ে ব্যাপক সমালোচনা আছে দেশের ক্রিকেটাঙ্গনে। তামিমের ক্যাপ্টেন্সি, ব্যাটিং করার ধরন, স্ট্রাইক রেট সবকিছুই প্রশ্নের মুখে। এবার উইন্ডিজ সিরিজের আগের দিন তামিম বললেন, এসব সমালোচনা তিনি কানে তোলেন না।

রাত পোহালেই মিরপুরে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। আজ মিডিয়ার মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘সত্যি কথা বলতে, যত সমালোচনা আমি শুনেছি, আমার মনে হয় খুব কম বাংলাদেশি ক্রিকেটারই এতটা শুনেছে। সেদিক থেকে আমি ভালো করেই প্রস্তুত (সমালোচনা শোনার জন্য)। এটা হয় আমার সাথে, এবং এতে কোনো সমস্যাও নেই। কিছু কারণে হয়, কিছু অকারণেও হয়। আপনি যখন অধিনায়কত্ব গ্রহণ করেছেন, এটার সাথে সমালোচনা আসবে তা আমি ভালো করেই জানি। সমালোচনা আসবে, এটা যেমন একটা অংশ তেমনি যে প্রশংসা আসবে সেটাও অধিনায়কত্বের অংশ।’

মাশরাফি ওয়ানডে দলটাকে এমন একটা উচ্চতায় রেখে গেছেন, সেটা থেকে পতন হলেই শুরু হবে সমালোচনা। তাই উপভোগের মন্ত্র জপছেন তামিম, ‘আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ- আমি অধিনায়কত্ব উপভোগ করছি কি না। এখন আমি খুবই ভালো অনুভব করছি। কালকের ম্যাচকে সামনে রেখে রোমাঞ্চিত। কিন্তু আজ থেকে তিন-চার মাস বা এক বছর পর আমি কেমন বোধ করছি সেটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় এমনও হতে পারে দল ভালো করছে কিন্তু আমি উপভোগ করছি না। তখন অন্য ধরনের সিদ্ধান্ত নিতে পারি। এখন আমি সমালোচনা, প্রশংসা- সবকিছুর জন্য প্রস্তুত।’

 

সুত্রঃ কালের কণ্ঠ