আমার জামাতা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি অনুগত ইসরাইলের: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার জামাতা জ্যারেড কুশনার যুক্তরাষ্ট্রের চাইতে বেশি অনুগত ইহুদিবাদী দেশ ইসরাইলের।

কারণ সে একজন কট্টরপন্থি ইহুদি। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ড ও বরার্ট কস্তার লেখা বইয়ে এ ট্রাম্পের বিষয়ে এসব কথা লেখা হয়েছে।

বইটিতে ট্রাম্পের বিভিন্ন অনুষ্ঠানে জামাতাকে নিয়ে করা মন্তব্য তুলে ধরা হয়েছে। এতে লেখা হয়েছে— জ্যারেড কুশনার একটি কট্টরপন্থি ইহুদি পরিবাবে বড় হয়েছে।

এ কারণে তার মধ্যে জাতীয়তাবাদের চেয়ে ইহুদিবাদী মনোভাব সবচেয়ে বেশি লক্ষণীয়।  আর এ কারণেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের জ্যেষ্ঠ এ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের চাইতে বেশি ভালোবাসেন ইসরাইলকে।

বইটিতে ট্রাম্পের আরও একটি উক্তি উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি বলেছেন— সব মার্কিন ইহুদি যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরাইলের বেশি অনুগত।

এ ছাড়া ২০১৯ সালে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, নির্বাচনে যদি ইহুদিরা ডেমোক্র্যাটরা ভোট দেন, তা হলে বুঝতে হবে তারা যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা করেছে।

 

সূত্রঃ যুগান্তর