‘আমার ছেলের পক্ষে বার্সায় থাকা আর সম্ভব না’

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি বলেছেন, আমার ছেলের বার্সেলোনা ছাড়ার সম্ভাবনাই বেশি। মেসির পক্ষে বার্সেলোনায় থাকা এখন কষ্টকর।

মেসির ক্লাব ছাড়ার ইস্যুতে বার্সেলোনা সভাপতির সঙ্গে দেখা করতেই বুধবার আর্জেন্টিনা থেকে স্পেনের বার্সেলোনায় আসেন হোর্হে মেসি।

ব্রিটেনের গণমাধ্যমের খবর- ৭০ কোটি ইউরো ট্রান্সফার ফি দিয়ে মেসিকে ম্যানসিটিতে নিয়ে আসতে প্রস্তুত তারা। কাতালান ক্লাবের সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চুক্তি মোতাবেক এই পরিমাণ অর্থ দিয়ে তাকে কিনতে হবে।

ট্যাবলয়েড পত্রিকা দ্য সান জানিয়েছে, ম্যানসিটির সঙ্গে ৬২৩ মিলিয়ন পাউন্ড চুক্তিতে রাজি হয়েছেন মেসি। চুক্তি অনুযায়ী ম্যানসিটিতে তিন মৌসুম খেলার পর মেসিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটি এফসির হয়ে দুই বছর খেলতে হবে। এ দুটি ক্লাবেরই মালিক একজন।