মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন’

Paris
অক্টোবর ১, ২০২৪ ৬:৪৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

‘সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন’। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া দশপাইপ এলাকায় সড়কের পাশ থেকে এমনই লেখা সম্বলিত একটি চিরকুটসহ দুই তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টায় তাদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও রুমি (২৬)। রুমির বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সোমবার রাত সাড়ে ১১টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আ. সালাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করি। লাশ দুটি এক সঙ্গেই পড়েছিল। তাদের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। যা ইঙ্গিত করে যে, তারা একে অপরকে চিনতে পারেন এবং আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চিরকুটে লেখা রয়েছে, ‘আসসালামু আলাইকুম। আপনাদের সমাজের সবার কাছে অনুরোধ, আমাদের দুজনকে একসঙ্গে মাটি দিয়েন’।

তরুণ-তরুণীর লাশ উদ্ধারের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শত শত লোকজন ছুটে আসেন।

এদিকে নিহত শফিকুল ইসলামের বড় ভাই উজ্জলের দাবি, তারা দুজন স্বামী-স্ত্রী। নিহত শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। এক মাস আগে তাদের প্রেমের বিয়ে হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, উদ্ধার হওয়া তরুণ-তরুণীর লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ঘটনাটি আত্মহত্যা। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ধারণা পুলিশের।

তিনি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়