সিল্কসিটিনিউজ ডেস্ক :
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ‘বড় পরিবর্তনের জন্য এবং সবচেয়ে ভালো সংস্কারের জন্য আমলাতন্ত্রে পরিবর্তন আনতে হবে এবং যুক্তরাষ্ট্রের মতো আন্দোলন গড়ে তুলতে হবে।’
শনিবার ২২তম হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লিজ ট্রাস বলেন, ‘সত্যি বলতে কি, আমাদের একজন ব্রিটিশ ট্রাম্প দরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে হবেন সেই ব্যক্তি? তিনি (ট্রাম্প) যেমন ‘‘মেক আমেরিকা গ্রেট এগেইন’’ অন্দোলন শুরু করেছেন, আমাদেরও তেমন আন্দোলন দরকার।’
২০২২ সালে মাত্র ৪৯ দিনের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রি হয়েছিলেন ট্রাস। তিনি ভূুরাজনীতিতে ভারতের গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন। ট্রাস বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক খুবই ইতিবাচক অবস্থায় রয়েছে। প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কৃষির মতো ক্ষেত্রে দুই দেশেই উপকৃত হওয়ার মতো বিভিন্ন বিষয় রয়েছে। দুই দেশ ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেওয়ার মাধ্যমে সুযোগগুলো কাজে লাগাবে বলে আশা প্রকাশ করেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ব্রিটিশ আমলাতন্ত্রে সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে এলিজাবেথ ট্রাস বলেন, আমাদের একজন ব্রিটিশ ট্রাম্প দরকার যিনি ‘মাগা’ আন্দোলন করবেন। তখন তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি সেই ব্যক্তি হবেন? জবাবে রসিকতা করে ট্রাস বলেন, ‘আমি ইতিমধ্যে আগুনে হাত দিয়েছি এবং আঙুল পুড়ে ফেলেছি। তবে সত্যিই আমাদের একজন ট্রাম্প দরকার।’
বিশ্বের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন ট্রাস। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, আমি মনে করি কর্তৃত্ববাদী শাসনের দিকে ক্ষমতার ভরকেন্দ্র ঝুঁকতে শুরু করেছে। ইরানকে আমরা কখনো এতটা বেপরোয়া হতে দেখিনি। আমরা কখনো রাশিয়াকে এভাবে কর্তৃত্ব ফলাতে দেখিনি। আর চীন তো আছেই।’
সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাপী বিভিন্ন সমস্যা সমাধানের মঞ্চ হিসেবে জাতিসংঘ এখন আর সেভাবে কাজ করছে না। পরিবর্তে আমরা কোয়াড এবং জি-৭-এর মতো বিকল্প ব্যবস্থাপনার উত্থান দেখেছি। আমি মনে করি, আমরা এই ধরনের আরও উন্নয়ন আগামী দিনে দেখব।’
সূত্র: বাংলাদেশ প্রতিদিন