আমাকে নৌকা দেবে চিন্তাই করি নাই: আইভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি ‘স্পিচলেস’। শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতিকে সালাম জানাতে এসে বক্তব্যে ডা. সেলিনা হায়াৎ আইভী এ মন্তব্য করেন। তারপরই ক্ষণিকের জন্যে মুখ দিয়ে আর কোনও কথা বের হয়নি তার।  কিছুটা সময় পরে আবার বক্তব্য শুরু করে আইভী বলেন, ‘গণভবনে বৈঠক করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছিলেন। আমি সেদিন বলেছিলাম ২২ ডিসেম্বর বিজয়ী হয়ে আমি সেই নৌকা আপনাকে  (শেখ হাসিনা) ফেরত দেবো। আমি আমার কথা রেখেছি। আজকে আপনাকে নৌকা ফেরত দিতে এসেছি।’ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগ-আপ্লুত হয়ে প্রায় কাঁদো কাঁদো স্বরে আইভী আরও বলেন, ‘আমি চিন্তাই করি নাই (শেখ হাসিনা) আমাকে নৌকা দেবেন।’

বক্তব্য শেষ করে আইভী নৌকার আদলে ফুলের তোড়া উপহার দেন প্রধানমন্ত্রীকে এবং পা ছুঁয়ে সালাম করেন। সঙ্গে সঙ্গে আইভীকে দুহাত ধরে বুকে জড়িয়ে কপালে চুমু খান শেখ হাসিনা। এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও স্থানীয় প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান ছিলেন না।

সদ্য বিজয়ী মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ। নারায়ণগঞ্জবাসী আপনার সঙ্গে সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। আমার এলাকার মানুষ কথা রেখেছে। নারায়ণগঞ্জে গণতন্ত্র হত্যার কথা বলা হয়, আজ সেখানে গণতন্ত্রের বিজয় হয়েছে। আমার নির্বাচনকে ঘিরে দলীয় যারা নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’

নারায়ণগঞ্জে অবাধ, সুষ্ঠু, নিরপক্ষে ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে উল্লেখ করে আইভী বলেন, ‘আপনি (শেখ হাসিনা) সবসময় মনিটরিং করেছেন বলে। আপনার দিক-নির্দেশনার কারণে সেখানে অপ্রীতিকর কিছু হয়নি।’ তিনি বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নারায়ণগঞ্জের নির্বাচন একটি উদাহরণ সৃষ্টি করেছে। এ উদাহরণ আগামীতে সারাদেশে অব্যাহত থাকবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন