আমাকে খুন করার পরিকল্পনা করা হচ্ছে : মেয়র জাহাঙ্গীর

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘যেকোনো নাগরিকের তার ঘরের ভেতর স্বাধীনভাবে বসবাস করার এখতিয়ার রাখে। একজন কাফের বা মোনাফেক ছাড়া কারো ঘরের ভেতর কেউ অস্ত্র বা বোমা বা ক্যামেরা পাঠাতে পারে না। আমাকে মারার জন্যে খুনিরা বিভিন্নভাবে পরিকল্পনা করছে।’

গতকাল শনিবার মহানগরের গাছা এলাকার নিজ বাসভবনে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। ৬২ জন কাউন্সিলর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, ‘যারা ২০১২ ও ২০১৩ সালে আমাকে হত্যা করার জন্য পাঁয়তারা করেছিল তারা এখনও সজাগ আছে। তারা এখনও আমাকে ও আমার পরিবারকে হত্যার জন্য পরিকল্পনা করছে। আমাকে মারার জন্যে আমার ঘরের ভেতর ক্যামেরা পাঠানো হয়েছে। আমার মেয়রপদ ও আওয়ামী লীগকে কলঙ্কিত করার জন্য, আমার ৪০ লাখ নগরবাসীকে অপমান করার জন্য কীভাবে তারা বেডরুমে ক্যামেরা পাঠায় তার বিচার আমি রাষ্ট্রের কাছে চাই।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘অপরাধ করলে আমার অভিভাবক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে যে শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। কিন্তু কোনো সন্ত্রাসী লুটপাটকারীদের এই সিটি করপোরেশনে ঢুকতে দেওয়া হবে না।’

সূত্র: বাংলাদেশ প্রতিদিন