সিল্কসিটিনিউজ ডেস্ক :
আমলকী টক আর তেতো স্বাদের ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। আমরা কম বেশি অনেকেই আমলকী পছন্দ করি। এর স্বাদ প্রথমে কষ্ট লাগলেও খাওয়া শেষে মুখে মিষ্টি ভাব আসে। আমলকী খেলে মুখে রুচি বাড়ায়। স্কার্ভি বা দন্তরোগ সারাতে টাটকা আমলকীর জুড়ি নেই।
এ ছাড়া লিভার, জন্ডিস, পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তহীনতার জন্যও খুব উপকারী। আমলকীতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। বিভিন্ন রোগব্যাধি দূর করা ছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতেও আমলকী দারুণ সাহায্য করে।
তা ছাড়া আমলকীর ভিটামিন সি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা শরীরের বিভিন্ন ক্ষতিকর মুক্ত মৌলগুলোর (ফ্রি রেডিকেল) প্রভাব থেকে রক্ষা করে।
আমলকী বমি বন্ধ করতে সাহায্য করে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন