আমরা জবাব দিতে মুহূর্তের জন্যও কুণ্ঠাবোধ করব না : জাতিসংঘকে ইরান

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখত রাভানচি।

তিনি জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা চিঠিতে বলেছেন, তেহরানকে হুমকি দিয়ে ট্রাম্প সরাসরি জাতিসংঘ ঘোষণা বিশেষ করে এই ঘোষণার দুই নম্বর ধারা লঙ্ঘন করেছেন। দুই নম্বর ধারায় হুমকি প্রদর্শন ও শক্তি প্রয়োগকে নিষিদ্ধ করা হয়েছে।

তাখত রাভানচি চিঠিতে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যাসহ নানা ধরণের হুমকি-ধমকির প্রতি ইঙ্গিত করে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত যুক্তরাষ্ট্রকে এ ধরণের অন্যায় ও দায়িত্বজ্ঞানহীন তৎপরতা বন্ধে বাধ্য করা।

মাজিদ তাখত রাভানচি ট্রাম্পের যেকোনো ধরণের হঠকারী পদক্ষেপের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে বলেছেন, ইসলামি ইরান দেশের জনগণ, ভূখণ্ড ও জাতীয় স্বার্থ রক্ষাকে নিজের ন্যায্য ও বৈধ অধিকার বলে মনে করে। কাজেই এ ক্ষেত্রে যে কোনো ধরনের আঘাতের জবাব দিতে মুহূর্তের জন্য কুণ্ঠাবোধ করবে না ইরান।

সম্প্রতি ট্রাম্প নতুন করে হুমকি দেওয়ার পর এ প্রতিক্রিয়া জানালো তেহরান।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন