আবারো যৌবনে ফিরছে পদ্মা

নিজস্ব প্রতিবেদক :

ষড়ঋতুর বৈচিত্রময় দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুতেই দেশের প্রকৃতি ও পরিবেশ নানা রূপ ও বর্ণ নিয়ে আমাদের সামনে হাজির হয়। এমন অবস্থায় দেশে এখন বর্ষার প্রথম প্রহর (সপ্তাহ)। তাতেই পদ্মা নদী তার যৌবন ফিরে পেতে শুরু করেছে। বাড়তে শুরু করেছে পানি, পদ্মার বুকে জেগে ওঠা ছোট ছোট বালু চরগুলো ক্রমান্বয়ে ডুবছে। নদীতীরে গিয়ে কান পাতলেই শোনা যাচ্ছে স্রোতের কল কল মধুর ধ্বনি। রাজশাহীবাসীর কাছে এই সময়টা একদিকে যেমন ভয়ের তেমনি বিনোদনের। যৌবন ফিরে পাওয়া উত্তাল নদী দেখতে এসময় নদী তীরে স্বপরিবারে বা বন্ধুবান্ধব নিয়ে ভিড় জমায় মানুষ।

একসময়ের প্রমত্তা পদ্মা এখন বছরের একটা বড় সময় জুড়ে থাকে ধুধু মরুময় অঞ্চল। তখন পদ্মা শীতলতা ছড়ানো ভুলে এর তীরবর্তী এলাকার মানুষকে তপ্ত করে তোলে। পদ্মার বুকে বালুময় ছোট-বড় চরগুলো তখন মরিচিকা, আর আমাদের সবার দুশ্চিন্তার কারণ। এসময় রোদ্রের তাপে বালুর লেলিহান শিখা সবাইকে ভাবিয়ে তোলে। তবে বর্ষা আসতেই সেই নদীতেই যেনো বিপরীত রূপ।

বুধবার টি-বাঁধ এলাকায় গিয়ে দেখা যায় পদ্মা তীরবর্তী এলাকায় প্রচুর বাতাস বইছে, নদীর পানি কলকল ধনিতে বয়ে চলেছে। নদীর স্রোতের অনুকূলে, আবার কখনো প্রতিকূলে মাঝিরাও নৌকা নিয়ে বয়ে চলেছে। আগের চেয়ে অনেটাই পানি বৃদ্ধি পেয়েছে। নদীর কূলে উৎসুক মানুষের ভিড় বাড়ছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক জানান, বুধবার বেলা তিনটায় পদ্মায় পানি প্রবাহের উচ্চতা ছিলো ১১ দশমিক ৪০ মিটার। যা গত সপ্তাহের চাইতে সামান্য বেশি ও অন্যান্য বছরের তুলনায় স্বাভাবিক। এর আগে ১০ জুন একই সময়ে এই উচ্চতা ছিলো ১০ দশমিক ০৬ এবং ৩ জুন ছিলো ১০ দশমিক ৯৯। এনামুল হক আরো জানান প্রতি বছর মে সামের ২০ তারিখের পর পদ্মার পানি বাড়তে থাকে। ভারতের ফারাক্কা অংশ এখন পর্যন্ত তাদের পানি ছাড়তে শুরু করেনি। নদীর পানি মূলত: বৃষ্টির কারণেই বৃদ্ধি পাচ্ছে, যা স্বাভাবিক।

স/রা