বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আবারও ডেঙ্গু রোগীর রেকর্ড, ৩ মৃত্যু

Paris
সেপ্টেম্বর ২, ২০২১ ৭:১৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় আরও ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এটি চলতি বছরে এখন পর্যন্ত একদিনে সর্বাধিক। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এর আগে, এ বছরের ১৭ আগস্ট একদিনে সর্বাধিক ৩২৯ জন ডেঙ্গু রোগী ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৬২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে এক হাজার ১৩১ জন, আর বাকি ১৩১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৯৮১ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৯ হাজার ৬৬৮ জন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - স্বাস্থ্য