আবারও ইনজুরিতে আগুয়েরো, ম্যানসিটি শিবিরে হতাশা

সময়টা মোটেও ভালো যাচ্ছে না সার্জিও আগুয়েরোর। হাঁটুর চোট কাটিয়ে দলে ফেরার এক সপ্তাহের মাথায় ফের মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। এবার পেশিতে আঘাত পেয়েছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে ১-১ ড্র ম্যাচের দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি আগুয়েরো। ম্যাচে সমতাসূচক গোলটি করেন তার বদলি নামা ফিল ফোডেন।

৩২ বছর বয়সী আগুয়েরো পেশিতে চোট পেয়েছেন বলে ম্যাচ শেষে জানান দলটির কোচ পেপ গার্দিওলা।

“আমার মনে হয় পেশির চোট; তবে আগামীকাল আমরা নিশ্চিতভাবে জানতে পারব।”

এই ধাপে কতদিনের জন্য তাকে বাইরে থাকতে হতে পারে, সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে আপাতত আগামী মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টাইন স্ট্রাইকারের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন