আফ্রিদির সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে নেই ইমরান-শচীন

সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ বাছাই করেছেন পাকিস্তানের সাবেক সুপারস্টার শহীদ আফ্রিদি। দলটিতে স্থান পাননি তারই স্বদেশী বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ঠাঁই হয়নি ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের।

ক্রিকেট বিশ্বকাপের নাম উঠলেই সবার আগে যে দুটি নাম আসে, তারা হলেন মাস্টার ব্লাস্টার টেন্ডুলকার এবং কিংবদন্তি ইমরান খান। অথচ আফ্রিদির দলে জায়গা পেলেন না তারা। সেই দলে নেই ভারতীয় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি কিংবা বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংও।

খেলোয়াড়দের তালিকা দেখে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বলছেন, এ কী দল গড়েছেন আফ্রিদি। এছাড়া সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে কেন তাদের রাখলেন না তিনি, এ নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।

নিজের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশের ওপেনিং স্লটে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সাঈদ আনোয়ার এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টকে রেখেছেন আফ্রিদি। পাক ব্রিগেডের হয়ে বিশ্বকাপের ২১ ম্যাচে ৯১৫ রান করেন আনোয়ার। অজিদের হয়ে ৩১ বিশ্বকাপ ম্যাচে ১০৮৫ রান করেন গিলক্রিস্ট।

অস্ট্রেলিয়াকে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ এনে দেয়া রিকি পন্টিং এ দলের ওয়ানডাউনে ব্যাট করতে নামবেন। ভারতের পক্ষে বিশ্বকাপের ২৬ ম্যাচে ১০৩০ রান করা বিরাট কোহলি চার নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ১৯৯২-২০০৭ পর্যন্ত পাকিস্তানের হয়ে পাঁচটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ইনজামাম-উল-হক নামবেন পাঁচে।

আফ্রিদি ছয় নম্বর স্থান সংরক্ষিত রেখেছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসের জন্য। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে ৫৫ উইকেট শিকার করা ওয়াসিম আকরামকে সাত নম্বরে ব্যাট করতে পাঠাতে চান তিনি।

দলটির হয়ে হয়ে ওয়াসিম-ক্যালিসের সঙ্গে পেস আক্রমণ শানাবেন গ্লেন ম্যাকগ্রা ও শোয়েব আখতার। অস্ট্রেলিয়ার হয়ে ৩৯ বিশ্বকাপ ম্যাচে ৭১ উইকেট ঝুলিতে ভরেন ম্যাকগ্রা। পাকিস্তানের হয়ে বিশ্বকাপের ১৯ ম্যাচে ৩০ উইকেট লাভ করেন শোয়েব।

আফ্রিদির সর্বকালের সেরা দলের স্পিন অ্যাটাক সামলাবেন দুই ঘূর্ণি জাদুকর সাকলায়েন মুশতাক ও শেন ওয়ার্ন। অজিদের হয়ে বিশ্বকাপে ৩২ উইকেট নেন ওয়ার্ন। আর মেন ইন গ্রিনদের হয়ে বিশ্বমঞ্চে ২৩ উইকেট বগলদাবা করেন মুশতাক।

আফ্রিদির সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ: সাঈদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, বিরাট কোহলি, ইনজামাম-উল-হক, জ্যাক কালিস, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার, সাকলায়েন মুশতাক ও শেন ওয়ার্ন।

তথ্যসূত্র: টাইমস নাউ