আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার পথে সাকিব

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে আরও একবার ছাড়িয়ে যাওয়ার পথে সাকিব আল হাসান।

বাংলাদেশ সেরা এই অলরাউন্ডার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের এ আসরে আর মাত্র ৮ উইকেট শিকার করলেই পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৩৪ ম্যাচে সর্বোচ্চ ৩৯ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন শহীদ আফ্রিদি।

সাকিব আল হাসান ইতোমধ্যে ২৬ ম্যাচে ৩২ উইকেট শিকার করেছেন। এ আসরে আর ৮ উইকেট শিকার করলেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা নিজের করে নেবেন সাকিব।

রোববার ওমানের আল আমিরাতে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে দুই উইকেট শিকার করেন সাকিব।

এদিন স্কটল্যান্ডের দুই তারকা ক্রিকেটার রিচি বিরিংটন ও মাইকেল লিস্কের উইকেট শিকারের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি বিশ্বরেকর্ড গড়েন সাকিব।

শ্রীলংকান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১০৮ উইকেট শিকারের রেকর্ড পড়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে ১২০০০ রান আর ৬০০ উইকেটের ডাবল কীর্তি গড়লেন সাকিব। যে রেকর্ড গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, জ্যাক ক্যালিসদের মতো কিংবদন্তিও গড়তে পারেননি।

 

সূত্রঃ যুগান্তর