আফ্রিকার প্রায় ১৩ শতাংশ মানুষ টিকা পেয়েছেন

৭ ডিসেম্বর ২০২১ পর্যন্ত আফ্রিকার ৫৫টি দেশ থেকে কভিড-১৯-এ ৮৭ লাখ ৪৯ হাজার ৭৪২ জন আক্রান্ত হয়েছে। আর এ পর্যন্ত মহাদেশজুড়ে ১৫ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার ৭৩৬ জন টিকাপ্রাপ্ত হয়েছেন। আর এই হিসেবে ১২১ কোটি জনসংখ্যার এই মহাদেশে টিকাপ্রাপ্ত জনসংখ্যার পরিমাণ প্রায় ১৩ শতাংশ।

এ পর্যন্ত করোনা মহামারিতে পুরো আফ্রিকা মহাদেশে মৃত্যু হয়েছে দুই লাখ ২৩ হাজার ৮৫৪ জনের। সেই সঙ্গে ৮১ লাখ ৩ হাজার ৭৩৫ জন সুস্থ হয়েছেন।

দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বাধিক। সে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৩৮ হাজার ৭৫ জন আর মৃত্যু হয়েছে ৮৯ হাজার ৯৭৫ জনের। এর পরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো হলো মরক্কো (৯৫০৬৪৩), তিউনিসিয়া (৭১৮৪৪৩), লিবিয়া (৩৭৫৪৬৮), ইথিওপিয়া (৩৭২৩৩৪), মিসর (৩৬৪০৩৩) এবং কেনিয়া (২৫৫৪৬৯)।
সূত্র : অলআফ্রিকা

 

সুত্রঃ কালের কণ্ঠ