আফ্রিকার জাল ভিসা তৈরি প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

নোয়াখালীতে আফ্রিকার দেশ সিসিনের জাল ভিসা তৈরি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সিআইডি পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম। গ্রেফতারকৃতরা  হলেন রাজশাহী গোদাবাড়ী থানার কেশবপুর গ্রামের মহসেন আলীর ছেলে মোশারফ হোসেন ও নঁওগা জেলার রানী নগর থানার চকার পুকুর গ্রামের ওকিম সরকারের ছেলে আজিজুল ইসলাম।

সিআইডি পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, বেগমগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের প্রতারণার শিকার মো. সেলিম থেকে আফ্রিকার ভিসা দেওয়ার কথা বলে নগদ ও ব্যাংকের মাধ্যমে প্রথমে এক লক্ষ টাকা নেয় প্রতারক চক্র। সেলিম ভিসাটি জাল বলে সন্দেহ হলে সে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করে। সিআইডি নোয়াখালীর বিশেষ পুলিশ সুপার বশির আহম্মদের নির্দেশে  সিআইডির তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে প্রতারক চক্রের দুইজনকে গ্রেফতার করে সিআইডি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন