আফগান প্রদেশ নানহাগারে জোড়া বোমা হামলা, নিহত ৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে তিনজন নিহত ও বেশ কজন আহত হয়েছে। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

আফগানিস্তানের নানগাহার প্রদেশের চিকিৎসা কর্মকর্তারা জানান, প্রাদেশিক রাজধানী জালালাবাদে উপর্যুপরি দুটি বোমা বিস্ফোরণে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে একজন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন। তিনি আরো জানান, বোমা দুটি রাস্তার পাশে পোঁতা ছিল। তবে জানা যায়নি- কে বা কারা ছিল এই বোমা হামলার টার্গেট। আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, জালালাবাদের সিকিউরিটি ডিস্ট্রিক্ট ২-এ দুটি বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পর গুলিবর্ষণ করা হয়।

কোনো গোষ্ঠী বা ব্যক্তি এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে আইএস সন্ত্রাসী গোষ্ঠী এর আগে নানগাহার প্রদেশে তালেবানদের বিরুদ্ধে বেশ কয়েকটি সন্ত্রাসী অভিযান চালিয়েছে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্রঃ কালের কণ্ঠ