বৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি

Paris
নভেম্বর ১৪, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় হাইকোর্টে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন গণ অধিকার পরিষদ (জিওপি) ও আইনজীবী অধিকার পরিষদের নেতা-কর্মীরা।

আইনজীবী অধিকার পরিষদ থেকে বলা হয়, গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন এবং ড. রেজা কিবরিয়ার দল থেকে অপসৃত হওয়ার কারণে একই নামে নিবন্ধন পাওয়ার জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়।

অথচ, নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা আছে গণ অধিকার পরিষদের কাউন্সিল বৈধ।
‘সে কারণেই আমরা নিবন্ধন পেয়েছি। কিন্তু একই নাম বা কাছাকাছি নামে নিবন্ধন পেতে ১০-১২ জনের একটি গ্রুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখন রিজা কিবরিয়া নিজেও এই গ্রুপের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

এটর্নি জেনারেলের পদমর্যাদা সম্পন্ন পদ ও দায়িত্বে থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ষড়যন্ত্রকারীদের পক্ষ নিয়ে তাদের নিবন্ধন পাইয়ে দিতে আইনজীবী হিসেবে শুনানি করছেন।’

গণ অধিকার পরিষদ ও আইনজীবী অধিকার পরিষদের অভিযোগ, সরকারি পদে থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী হয়েও বিচারকার্যকে প্রভাবিত করতে সরকারি পদ ব্যবহার করছেন তাজুল ইসলাম।

আইনজীবী অধিকার পরিষদের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবী খালিদ হোসেন বলেন, ‘সরকারি পদে থেকে কোনোভাবে অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান বা সাংবিধানিক প্রতিষ্ঠান বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি কোনোভাবেই আইনজীবী হতে পারেন না। এটি নৈতিক স্খলনজনিত অপরাধ।

তিনি ষড়যন্ত্রকারীদের আইনজীবী হিসেবে রিট শুনানি করতে হলে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করতে হবে।’

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আইন আদালত