রবিবার , ১১ সেপ্টেম্বর ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আদিবাসী মহিলা ইউপি সদস্যের উপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

Paris
সেপ্টেম্বর ১১, ২০১৬ ৮:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৩নং ভাবিচা ইউনিয়নের আদিবাসী মহিলা ইউপি সদস্য মিনতী বালা (উরাও) এর নিরাপত্তা নিশ্চিত ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

রোববার সকাল ১১ টায় জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক নগেন কুজুর এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নুকুল পাহান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক গোপাল রবিদাস।

 
আরও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা শাখার সদস্য সুশান্ত পাহান, নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ফুলাল পাহান, সাধারণ সম্পাদক রাজকুমার রবিদাস, জাতীয় আদিবাসী পরিষদ ৮নং বাহাদুপুর ইউনিয়ন শাখার সভাপতি রিপন হাঁসদা, মিনতী বালা উরাও এর মেয়ে মিলনী রানী উরাও, ব্রতী সমাজ কল্যাণ সংস্থার নিয়ামতপুর শাখার বাসন্তী রানী উরাও প্রমূখ।

মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক বিজয় ইন্দুয়ার।

মানববন্ধন সমাবেশে বক্তারা, মিনতী বালা উরাও এর উপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান। এছাড়াও মিনতী বালা উরাও এর নিরাপত্তা নিশ্চিত এবং সুষ্ঠু চিকিৎসার দাবি জানান তারা।

 
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর ২০১৬ মঙ্গলবার সকাল ৯টায় নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় প্রতিবেশী কর্তৃক মিনতী বালা উরাও (৩৫) উপর হামলা করলে গুরুতর আহত হন। বর্তমানে তিনি নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মিনতী বালা বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এখনও পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেফতার করেনি।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর