আদিবাসী দিবসে রাজশাহীতে র‌্যালি-সমাবেশ, সাংবিধানিক স্বীকৃতি দাবি

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ উদযাপনে এবং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে র‌্যালি ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১টায় “ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের অবদান” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে।

জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়ের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, প্রেসিডিয়াম সদস্য খ্রিস্টিনা বিশ্বাস, সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজকুমার শাঁও, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, মহানগর সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, রাজশাহী জেলা কমিটির সভাপতি উপেন রবিদাস, সদস্য উত্তম কুমার মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত মিনজ্ প্রমূখ।

মানববন্ধন সমাবেশে বক্তারা দাবি করেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পূনর্বহাল ও বাস্তবায়ন, আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি রক্ষা, এবং আদিবাসীদের প্রতি নির্যাতনে সুষ্ঠু বিচারসহ জাতীয় আদিবাসী পরিষদের ৯ দফা দাবি মানতে হবে।

জি/আর