আত্রাইয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার কৌশল বাস্তবায় ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ ঘটিকায় আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন, বদলগাছী সাব রেজিস্ট্রার মাসুদ পারভেজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব কায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, আত্রাই সাব রেজিস্ট্রি অফিস সহকারী শহিদুল ইসলাম সহ সকল দলিল লেখক ও নকলনবিশবৃন্দ।

অনুষ্ঠান শেষে নব নির্বাচিত নওগাঁ জেলা দলিল সমিতির উপদেষ্টা আলহাজ্ব কায়েম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন সন্দেশ, আবুহেনা মোস্তফা কামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এস/আই