আত্রাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে সার্বজনীন প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আত্রাই উপজেলা শাখা এ উৎসব উপলক্ষে এদিন সকালে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

পরে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আত্রাই উপজেলা শাখার সভাপতি মধুসুদন প্রামাণিক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন, ইউ পি চেয়ারম্যান আফসার আলী, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বরুণ কুমার সরকার, সনৎ কুমার প্রামানিক, তপন কুমার সরকার, উত্তম কুমার প্রমূখ।
স/শ