বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ৪জন আহত

Paris
অক্টোবর ১২, ২০১৭ ৭:৩৫ অপরাহ্ণ

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ ৪ জন আহত হয়েছে।

গত বুধবার উপজেলার জয়সাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুই ব্যক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আশরাফুল ইসলামের সাথে জমাজমি নিয়ে প্রতিবেশি আসাদুল ইসলাম লিটনের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় আসাদুল ইসলাম লিটন ও তার লোকজন গত বুধবার আশরাফুলের বাড়িতে হামলা চালায়। এ সময় আশরাফুল ও তার স্ত্রী রেহেনা আখতার এগিয়ে এলে তারা রেহেনাকে বিবস্ত্র করে শ্লীলতাহানীর চেষ্টা করে এবং হাতুরী ও লোহার রড দিয়ে এলোপাতারি আঘাত করে আশরাফুলকে (৫০) গুরুতর আহত করে।

সংবাদ পেয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য সোলাইমান আলী (৫৫) ঘটনাস্থলে গেলে তারা তাকেও মারপিট করে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।

এ ঘটনায় আশরাফুলের স্ত্রী রেহেনা আখতার বাদি হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ওই দিনই অভিযান চালিয়ে আসাদুল ইসলাম লিটন (৩২) ও মৃত আজাহার আলীর ছেলে রহিদুল ইসলামকে (৩২) আটক করে গতকাল বৃহস্পতিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করেছে।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর