আত্রাইয়ে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু, ১৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে শিফা (১১) নামের এক মাদ্রাসা ছাত্রী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ক্ষিদ্র কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর আজ শনিবার সকাল ৭টায় রায়পুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

শিফা আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের আবুবক্কর সিদ্দিকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিফা ছোট থেকে তার নানা বাড়ি উপজেলার ক্ষিদ্র কালিকাপুর গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে মাদ্রাসায় পড়া-লেখা করতো। ওই দিন বাড়ির পার্শ্বে আত্রাই ছোট যমুনা নদীতে গোসল করতে যায় শিফা। এ সময় নদীর স্রোতের পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও উদ্ধারে ব্যর্থ হয়। ঘটনার প্রায় ১৯ ঘণ্টা পর শনিবার সকাল ৭টার দিকে রায়পুর এলাকায় শিফার মৃতদেহটি ভেসে ওঠে। সে ক্ষিদ্র কালিকাপুর দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিনের কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স/অ