আট বিভাগে মাঝারি বৃষ্টির আভাস

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

আজ দেশের আট বিভাগের তিনটির অনেক জায়গায় এবং অন্য পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

একই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, আজ শনিবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত ছিল মাইজদীকোর্টে। সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীতে। আর সর্বনিম্ন ছিল নিকলীতে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

 

সুত্রঃ কালের কণ্ঠ