আজ ভারি বর্ষণ, কালবৈশাখী হতে পারে কাল

 

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের কোথাও কোথাও আজ বৃহস্পতিবার মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া আগামীকাল শুক্রবার সারা দেশেই শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে।

আগামী ২ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া গতকাল বুধবারও দেশের প্রায় ১৬ জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।